Home » » দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৩৬ জন গ্রেফতার

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৩৬ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 07 June, 2018 | 11:28:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরোচিলাহাটি ওয়েব : মাদক বিরোধী অভিযানে দিনাজপুরে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
 দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ৩৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। ১১ জন মাদক ব্যবসায়ী ও সেবীর বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। 
অভিযানকালে পুলিশ ৩৬ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা, ৫৪ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটক ৩৬ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।