Home » » পার্বতীপুরে লিঙ্গ ভিত্তিক সচেনতা-যুব ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধ প্রশিক্ষণের উদ্বোধন

পার্বতীপুরে লিঙ্গ ভিত্তিক সচেনতা-যুব ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধ প্রশিক্ষণের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 06 June, 2018 | 11:47:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরের সিটিডাব্লিউ এর প্রশিক্ষণ হলরুমে রংপুরের আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে লিঙ্গ ভিত্তিক সচেনতা যুব ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর নির্বাহী পরিচালক মতিউর রহমান। ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় আজ বুধবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিএসও এওয়াইএসআরএইচআর প্রজেক্টের ট্রেইনার রেগিনা কালসা, ভিএসও’র লংটার্ম ভোলান্টিয়ার-সার্জিল ও কাম টু ওয়ার্কের মাইক্রো ফিনান্স (অর্থ)। এ প্রশিক্ষণে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউপির দ্যাগলাগঞ্জ এলাকার ইয়ুথ ক্লাবের ২০ সদস্য। এর মধ্যে ৯জন যুবক ও ১১জন যুবতী। প্রশিক্ষণে বাল্য বিবাহ কিভাবে প্রতিরোধ করা যায়, লিঙ্গ ভিত্তিক সচেনতা যুব ক্ষমতায়ন বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়। বাংলাদেশের প্রচলিত বাল্য বিবাহ আইন বিষয়ে এলাকায় সচেনতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের উদ্যেশ্য। আজ বৃহষ্পতিবার দুপুরে এ প্রশিক্ষণ সমাপ্ত হবে।