Home » » বগুড়ায় তীর এর পরিবেশ দিবস পালিত

বগুড়ায় তীর এর পরিবেশ দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 06 June, 2018 | 12:13:00 AM

হাদিসুর রহমান, বগুড়া প্রতিনিধি,চলিাহাটি ওয়বে : 'আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি'- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে "তীর" সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শোভাযাত্রার আয়োজন করে তীর এর সদস্যরা। আজ মঙ্গলবার সরকারি আজিজুল হক কলেজ, শোভাযাত্রা উদ্বোধন করেন তীর এর সভাপতি মোঃ মিজানুর রহমান। শোভাযাত্রাটি কলেজ থেকে বগুড়া সাতমাথায় গিয়ে মূল রালির সাথে মিলিত হয়, সেখান থেকে শোভাযাত্রা টি বগুড়া জেলা পরিষদ গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন তীর” এর সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আরফাত রহমান, সাবেক সহ সভাপতি ইমাম আবেদ আল হাদী, ও আল আমিন রাহেদ সহ তীর এর সদস্য বৃন্দ।