Home » » রোহিঙ্গাদের পাশে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠী

রোহিঙ্গাদের পাশে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠী

চিলাহাটি ওয়েব ডটকম : 29 June, 2018 | 11:12:00 PM

ঢাকা থেকে ওমর ফারুক,চিলাহাটি ওয়েব : জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের উদ্যোগে, আইনুদ্দীন আল আজাদ রহ. ট্রাষ্ট এর আয়োজনে এবং কলরবের সম্মানিত চেয়ারম্যান ও লন্ডন এনটিভি উপস্থাপক মাওঃ সালাহউদ্দিন জাহাঙ্গীর সাহেবের দিক নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় কলরব পরিবার দুই দিনের সফরে গত ২৮ জুন অসহায় রোহিঙ্গাদের মাঝে “পোশাক ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী” বিতরণ করা হয়। 

কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান বলেন, আমাদের দুই দিনের সফরে বিভিন্ন ক্যাম্পে এ বিতরণ অব্যাহত থাকবে।
নির্বাহী প্রধান আনোয়ার শাহ বলেন, আমরা সবসময় সংগীতের পাশাপাশি আল্লাহ পাকের রেজাবন্ধীর জন্য সামাজিক কাজ করে যেতে চাই! দপ্তর পরিচালক ওমর ফারুক বলেন, এই নিয়ে আমরা কলরব পরিবার অষ্টম বাবের মত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। তাছাড়া এবারে সাথে আছে, কেন্দ্রীয় কর্মী শরীফুল ইসলাম ও কলরব কক্সবাজার জেলা শাখা।