Home » » দিনাজপুরে ১০৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

দিনাজপুরে ১০৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 25 June, 2018 | 11:02:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : ১০৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেক সরকারী প্রাথমিক বিদ্যালয় ডিজিলাইজেশন এবং প্রজেক্টরের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, গীতা রাণী সরকার, মোঃ মিনহাজুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, খাইরুন নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।