Home » » দিনাজপুরে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

দিনাজপুরে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

চিলাহাটি ওয়েব ডটকম : 23 June, 2018 | 10:40:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে দিনাজপুর জেলা ও শহর আওয়ামী লীগ শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে। শনিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি বজলুর রহমান, আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল এবং শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম শামিম সরকার বাবু, আশরাফ আলী শাহ্, এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশিম, প্রভাষক ইফতে খারুল ইসলাম মামুন, সোয়েবা সুলতানা রীতা প্রমুখ। দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৫টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও শহর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনায় জেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।