Home » » পার্বতীপুর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 01 June, 2018 | 11:25:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএনপি ও সকল অঙ্গ-সহযোগি সংগঠন এ ইফতার মাহফিলের আয়োজন করে। এতে পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম মতি, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাবেক পৌর বিএনপির সভাতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদ, পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, স্বেচ্ছা সেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু প্রমুখ। উফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা/পৌর মহিলা দল, তরুনদল, জাসাস, জিয়া পরিষদসহ বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।