Home » » খানসামায় বিদ্যুৎ স্পষ্টে নিহত-১

খানসামায় বিদ্যুৎ স্পষ্টে নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 18 June, 2018 | 11:46:00 PM

এস.এম.রকি,খানসামা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামায় রাজ্জাক আলী ভুট্টু (৪৩) নামে এক ব্যক্তি বিদ্যুত স্পষ্টে নিহত হয়েছে। 
সোমবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক আলী ভুট্টু উপজেলার আংগারপাড়া ইউনিয়নের সিট আলোকডিহি গ্রামের জঙ্গলী পাড়ার কেরামত আলীর বড় ছেলে। 
জানা গেছে, নিজ শয়ন কক্ষে বিদ্যুৎ স্পষ্ট হয়ে পড়ে গেলে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ভ্যানযোগে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(পাকেরহাট)-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আ:আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।