Home » » জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চিলাহাটি ওয়েব ডটকম : 18 June, 2018 | 11:41:00 PM

মনিরুজ্জামান লেবু, জলঢাকা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। 
ঘটনাটি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পার এলাকার। তিনি ওই এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে আলহাজ্ব খায়রুল ইসলাম (৫৫) বলে জানিয়েছেন এলাকাবাসি। 
জানা গেছে রোববার সকালে সড়কের ধারে পিছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক এসে ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। 
আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।