॥ আবদুল মান্নান (মিরাজ)॥
মায়ের দুই চক্ষু ভেজা জ্বল
কেমন করে দেখিস তোরা বল।
মন কিরে তোর পাষাণভরা
বুঝিস না জনমদুখিনীর ব্যাথা।
কোথায় ছিলি অবুঝ খোকা
একটু ভেবে দেখিস তোরা।
মায়ের গর্ভে নিরাপদ ছিলো
তোদের এ ছোট জীবন।
আল্লাহর আরশ হা-হাকার করে
মায়ের মনে দুঃখ দিলে।
সুখ শান্তি যাবে বিফলে
মা যদি বলে দুহাত তুলে।
নামাজ রোজা ঈমান দারী
যতই দেখাও নেয়াইনীতি
থাকবে সবি শূণ্যতে পড়ে
মায়ের মনে আঘাত ফেলে।