Home » » ডিমলায় প্রভাষকের বিরুদ্ধে মানববন্ধন

ডিমলায় প্রভাষকের বিরুদ্ধে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 09 May, 2018 | 11:07:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় ইসলামিয়া ডিগ্রী কলেজের দূর্নীতি পরায়ন ও দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত প্রভাষক হাসিম হায়দার অপুকে পুঃন রায় অধ্যক্ষ পদে নিয়োগ পায়তারার বিরুদ্ধে মানববন্ধন। বুধবার সকালে ডিমলা স্মৃতি অম্লানে ঘন্টা ব্যাপি মানববন্ধনে অংশ গ্রহন করেন ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের শিক্ষক/ছাত্র/অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মানববন্ধনে কলেজের প্রভাষক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হাসিম হায়দায় অপুর বিরুদ্ধে সহকারী জজ ডিমলা আদালতে দূর্নীতির দায়ে অন্য ৬২/১০ নং মামলায় ছয় মাসের কারাদন্ড ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা কালীন নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক সদস্য আরিফুল ইসলাম লিটন, দাতা সদস্য মফিজার রহমান, প্রভাষক সেলিম জাহাঙ্গীর, সমাজ সেবক নুরুজ্জামান তারা, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় মানববন্ধন কারীরা দুর্নীতি পরায়ন প্রভাষক হাসিম হায়দার অপুকে পুঃন রায় অধ্যক্ষ পদে নিয়োগ না দিয়ে অপসারনের দাবী জানায়।