Home » » প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ওমেন লিডারশিপ এ্যাডওয়াড পাওয়ায় কিশোরগঞ্জে আনন্দ র‌্যালি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ওমেন লিডারশিপ এ্যাডওয়াড পাওয়ায় কিশোরগঞ্জে আনন্দ র‌্যালি

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জনন্ত্রেী শেখ হাসিনা গ্লোবাল ওমেন লিডারশিপ এ্যাডওয়াড পাওয়ায় গতকাল রোববার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী স্বৈচ্ছাসেবক লীগের উদ্যেগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। 

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এসে দলীয় অফিসে মিলিত হয়। 
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পতিরাম চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক বাবু দীপক চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এছরারুল হক, সেক্রেটারী জাকির হোসেন বাবুল।
শেয়ার করুন :