Home » » শ্রমিকের উপর শোষণ

শ্রমিকের উপর শোষণ

চিলাহাটি ওয়েব ডটকম : 18 May, 2018 | 11:37:00 PM

॥ আব্দুল মান্নান মিরাজ ॥ 

শ্রমিকের উপর শোষণ
আর চলবে কতো কাল
ওদের পাশে দাঁড়াবার।
কি কোন মানুষ নাই।

 শ্রমিক খেটে খাওয়া দিনমজুর
অল্পতেই চলে দিন,
শ্রমিকের ঘামের কদর
বুঝবেনা কোন দিন।

আজ আমরা অসহায় শ্রমিক বড়।
নির উপায় পাচ্ছি না নেয্য পাওনা।
রক্ত ঝরা মাঠি ভেজা ঘাম।

 সব যায়গাতেই নির্যাতিত
শ্রমিকের অধিকার,
শ্রমিক নেতা করতেছে কি
আমাদের যানা নাই।

ন্যায্য মূল্য পাবে কবে
আমার শ্রমিক ভাই,
সংগঠনের কাছে সকল
শ্রমিক যানতে চায়।