Home » » সাদুল্যাপুর ভয়াবহ অগ্নি-কান্ডে ১ কোটি টাকার ক্ষতি

সাদুল্যাপুর ভয়াবহ অগ্নি-কান্ডে ১ কোটি টাকার ক্ষতি

চিলাহাটি ওয়েব ডটকম : 02 May, 2018 | 11:44:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপের হাটে বাজারে ভয়াবহ অগ্নি-কান্ডে একটি মার্কেট ১৬ টি দোকান পুড়ে ভুস্মিভুত এবং দোকান মালিকরা জানান নগত টাকা সহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা। 

মঙ্গল বার দিবাগত রাত ৩টার দিকে একটি মার্কেটে এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয়রা জানায়,মার্কেটের ভিতর হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সবাই ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন কিন্তু এরই মধ্যে আগুন নিয়ন্তনের বাইরে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন এবং পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্তনে আসে কিন্তু তারই মধ্যে ১৬ টি দোকান পুড়ে ভুস্মিভুত হয়। স্থানীয়দের ধারনা বিদ্যুৎ এর সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।