Home » » পার্বতীপুরে মাদক নির্মূল ও অসামাজিক কার্যকলাপ বিরোধী বিক্ষোভ লাঠি মিছিল

পার্বতীপুরে মাদক নির্মূল ও অসামাজিক কার্যকলাপ বিরোধী বিক্ষোভ লাঠি মিছিল

চিলাহাটি ওয়েব ডটকম : 28 May, 2018 | 11:13:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর,প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদক নির্মূল ও অসামাজিক কার্যকলাপ বিরোধী কমিটির উদ্যোগে আজ সোমবার বিকেলে শহরের রোস্তম নগর এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী লাঠি-বাঁশী বিক্ষোভ মিছিল হয়েছে। পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, শহরে মাদক নির্মূল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে স্হানীয় সাংবাদিকসহ এলাকার বিভিন্নস্তরের মানুষ ইফতারে অংশ নেয়।