Home » » পার্বতীপুর মোমিনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

পার্বতীপুর মোমিনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

চিলাহাটি ওয়েব ডটকম : 28 May, 2018 | 10:25:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। 
নতুন কোন কর আরোপ ছাড়াই গত ১৬ মে বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে জনসম্মুখে বাজেট পেশ করেন মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। 
২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯০ লাখ ৭৯ হাজার ৮ শত টাকা। সম্ভাব্য ব্যয় ৮৮ লাখ ৬৭ হাজার টাকা। উদ্ধৃত ১২ হাজার ৮ শত টাকা। এ বাজেট অধিবেশনে বক্তব্য রাখনে যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান মোমেনি, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশরেকুল আলম মুন্সি, ব্যবসায়ী নূর ইসলাম শাহ্, ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল কারী ও সংরক্ষিত ৭,৮,৯ আসন এর মহিলা সদস্যা মুক্তারা বেগম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।