Home » » সৈয়দপুরে সাপের কামড়ে ওঝাড় মৃত্যু

সৈয়দপুরে সাপের কামড়ে ওঝাড় মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 18 May, 2018 | 11:52:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে বিষধর সাপ ধরতে গিয়ে আমিনা (৬০) এক ওঝাড় মৃত্যু হয়েছে। ১৮ মে সকালে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী সরকারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী আমিনা বেগম দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীদের ঝাড়ফুক করতেন। অনেককে সে সুস্থ্য করে তুলেছেন এরকম নজির রয়েছে। তাছাড়া তিনি সাপও ধরতেন। ঘটনার দিন সকালে পার্শবতী আলমপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে গিয়ে একটি বিষ ধর সাপ ধরেন। এসময় ওই সাপ তাকে দংশন করে। সাপ সহ তিনি তার বাড়ীতে চলে আসেন। কিছু ক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর আগে এলাকাবাসী তার স্বামীকে হাসপাতালে নিতে বললে তার স্বামী বলেন তার স্ত্রী যদি মারা যায় তাহলে তাকে তিন দিনের মধ্যে নাগ-নাগিনি এসে জিবিত করে তুলবে। তাই তার স্বামী লাশ দাফন না করে নাগ-নাগিনির জন্য অপেক্ষা করছেন। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই বাড়ীতে শত শত লোক ভীর করছে দেখার জন্য। এ ব্যাপারে কামারপুকুর ইউপি চেয়ারম্যার রেজাউল করিম লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এরিপোর্ট লখোর সময় বলেন আমি ঘটনাস্থলে যাচ্ছি। অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে।