Home » » ট্রাফিক সার্জেন্ট আযম খান পেলেন, জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সন্মানোনা

ট্রাফিক সার্জেন্ট আযম খান পেলেন, জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সন্মানোনা

চিলাহাটি ওয়েব ডটকম News Editor : 21 May, 2018 | 10:57:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধায় ট্রাফিক ব্যবস্থাপনায় অবদানের জন্য উৎসাহ মূলক জেলা পুলিশের মাসিক সমন্বয় সভায় ট্রাফিক সার্জেন্ট আযম খানের হাতে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সন্মানোনা ক্রেষ্ট প্রদান করেন, প্রধান অতিথি গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এসময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন :