Home » » পার্বতীপুরে জিবিকের আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে জিবিকের আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 17 May, 2018 | 1:16:00 AM


বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :পার্বতীপুর গ্রাম কর্তৃক আয়োজিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি এর আওতায় আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল ৫টায় পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় বনাম উত্তর শালন্দার হাই স্কুল এন্ড কলেজ। খেলায় জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করে উত্তর শালন্দার হাই স্কুল এন্ড কলেজকে। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক। এ সময়ে উপস্থিত ছিলেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, গ্রাম বিকাশ কেন্দ্রের আমিনুল ইসলাম ও আব্দুল খালেক। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। সিরাজুল হুদা উচ্চ বিদ্যালয়, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,উত্তর শালন্দার হাই স্কুল এন্ড কলেজ, হলদীবাড়িী মাধ্যমিক বিদ্যা নিকেতন, চক বোয়ালিয়া সরকারপাড়া দাখিল মাদরাসা, ঝাড়–য়ারযাঙ্গা উচ্চ বিদ্যালয়, জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় ও নুরুল হুদা উচ্চ বিদ্যালয়। খেলায় সেরা গোল রক্ষক  ও সেরা গোলদাতা উত্তর শালন্দার হাই স্কুল এন্ড কলেজ এর সামিউল ইসলাম ও মেহরাব ।