Home » » নীলফামারী-৪ আসনে বিএপি থেকে নমিনেশন চান বিলকিছ ইসলাম

নীলফামারী-৪ আসনে বিএপি থেকে নমিনেশন চান বিলকিছ ইসলাম

চিলাহাটি ওয়েব ডটকম News Editor : 12 May, 2018 | 11:47:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারী-৪ কিশোরগঞ্জ-সৈয়দপুর আসনে মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক এমপি বিলকিছ ইসলাম। তিনি এ আসনে বিএনপি থেকে নমিনেশন চান। এ লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। এর আগে আসনটি খন্ডিত থাকায় ভোটের ব্যবধান ছিল কম। 
ইতি মধ্যে নির্বাচন কমিশন থেকে আসনটি অখন্ডিত রেখে গেজেট প্রকাশ করা হয়। বিএনপি থেকে জনপ্রিয় এবং একজন শক্ত প্রার্থীকে নমিশন দিলেই বিপুল ভোটের ব্যাধানে পাশ করবে তিনি আশাবাদী। বিলকিছ ইসলাম জানায়, তার জন্ম স্থান হল কিশোরগঞ্জে এ কারনে এলাকার মানুষের সাথে তার নাড়ীর টান রয়েছে। তাছাড়া এলাকার মানুষের সুখ দুঃখের সাথী তিনি। মানুষের বিপদে আপদে ছুটে যান সবসময়। এছাড়াও তার পূর্ব পুরুষ থেকে বর্তমান সময় পর্যন্ত সামাজিক অবদান রয়েছে ভূড়ি ভূড়ি। স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ,মন্দির,রাস্তাঘাট সব ক্ষেত্রে তার এবং তাদের অবদান রয়েছে। বিএনপি থেকে নমিনেশ পেলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
শেয়ার করুন :