Home » » ঠাকুরগাঁওয়ে আজাদ ক্লাবের সূবর্নজয়ন্তী উৎসব পালিত

ঠাকুরগাঁওয়ে আজাদ ক্লাবের সূবর্নজয়ন্তী উৎসব পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 10 May, 2018 | 12:29:00 AM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সরকারপাড়া আজাদ ক্লাবের সূবর্নজয়ন্তি উৎসব বিভিন্ন মকর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শহরের সরকারপাড়া বলাকা সিনেমা হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন, সরকারপাড়া আজাদ ক্লাবের সাধারণ সম্পাদক আজমগীর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হক, ক্লাবের সদস্য নুরুজ্জামান, রমজান, আবু সাইদ সোহেল, কোরবান আলী সরকার ও ক্লাবের সকল প্রাক্তন, বর্তমান সদস্যবৃন্দ। পরে সন্ধ্যায় সরকারপাড়া আজাদ ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।