Home » » বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ

বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ

চিলাহাটি ওয়েব ডটকম : 10 May, 2018 | 12:26:00 AM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দেশের উত্তর অঞ্চলের দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ার ২৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ। প্রাপ্ত তথ্যে জানা যায় দেশের উত্তর অঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট দুটি ইউনিট সাময়িক ভাবে সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে। তাপবিদ্যু কেন্দ্রের ১নং ইউনিটটির ওভার হুলিংরে কাজ চলছে। অপরদিকে ২নং ইউনিটটি সিডিউল মেইন্টেন্স জন্য বন্ধ রাখা হয়েছে। তবে দুটি ইউনিট সংস্কারের জন্য বন্ধ হয়ে যাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষে পরীক্ষামূলক চালু অবস্থায় রয়েছে ৩য় ইউনিট। বর্তমান ৩য় ইউনিট থেকে পুরোপুরি বিুদ্যৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় ন্যাশনাল গ্রেডে। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মোঃ মাহাবুব এর সাথে গতকাল মঙ্গলবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ১নং ইউনিট ওভার হুলিং এর কাজ চলছে, ২নং ইউনিট সিডিউল মেইন্টেন্স করা হচ্ছে। সামনে শনি-রবিবারের মধ্যে ২নং ইউনিট চালু করা হবে। এরপর বিদ্যুৎ এর আর সমস্য থাকবে না। প্রতি বছর এ সময়ে ইউনিটগুলি ওভার হুলিং করা হয়।