Home » » বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দিনাজপুর জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দিনাজপুর জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 25 April, 2018 | 7:31:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এ্যাড. আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন দুলাল, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী জেলা ইউনিটের সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম, সহ-সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, বিএনপি নেতা অধ্যাপক মো. কামরুজ্জামান, মোহাম্মদ আলী, মনতাসির চৌধুরী লাবু, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করে। তবে পুলিশ আসার আগেই সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করে ঘটনাস্থল ত্যাগ করে বিএনপির নেতাকর্মীরা।