Home » » গোবিন্দগঞ্জের ৫ জুয়ারিকে আটক

গোবিন্দগঞ্জের ৫ জুয়ারিকে আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 09 April, 2018 | 12:18:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম রবিবার বিকালে জেলার গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট কুমারগাড়ি মধ্যেপাড়ায় অভিযান চালিয়ে ৫ জন জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করে। আটককৃত জুয়ারিরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ১। সানা মিয়া (৫০),মৃত তদল হকের ছেলে ২।সাজু মিয়া(৫০), মৃত গোলাম আলীর ছেলে ৩। সাদেক মিয়া(৫৫), মৃত তছির উদ্দিনের ছেলে ৪।খায়রুল হক(৩৬), মকবুল হোসেনের ছেলে ৫।খায়রুল ইসলাম (৩৫)। এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, আটককৃত জুয়ারিগং কে জুয়া খেলারত অবস্থায় আটক পূর্বক ভ্রাম্যমান আদালতে উপস্হাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য প্রমাণের ভিক্তিতে জুয়ারি প্রত্যেকের ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। এদিকে ডিবি পুলিশের সফল অভিযানে আটককৃত জুয়ারির সামান্য পরিমাণ অর্থদন্ডে দন্ডিতরহয়ে জরিমানা প্রদান শেষে মুক্তি পেয়ে জুয়ারিরা আবারো জুয়া খেলায় লিপ্ত হওয়ায় জুয়া বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবী করেন সর্বস্তরের সচেতন মানুষ।