Home » » ভাতার জননী শেখ হাসিনা-ডিমলার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী

ভাতার জননী শেখ হাসিনা-ডিমলার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : 08 April, 2018 | 12:02:00 AM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় উপজেলা মাঠের জনসভায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, শেখ হাসিনার সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, মাতৃ কালীন ভাতা,গর্ভকালীন ভাতা, প্রতিবন্দী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতার কথা উল্লেখ করে শেখ হাসিনাকে ভাতার জননী হিসেবে উল্লেখ করেন তিনি। শনিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ১৪ কোটি ২১ লাখ ৫০ হাজার ব্যয়ে ৯.৫০ কিলোমিটার ভাদুর দরগা-ডিমলা সড়ক, কারিগরী শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ১৪ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৩শ ৫৫ টাকা ব্যয়ে ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওয়ার্কসপ সহ পাঁচ তলা একাডেমিক কাম চার তলা প্রশাসনিক ভবন নির্মান কাজ ও ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের নিজস্ব অর্থায়নে ৬২ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার মিলনায়তনের দ্বি-তল ভবনের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এম,পি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এম,পি, এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিমলা উপজেলা যুবলীগের দির্ঘ এক কিঃ মিঃ মানব প্রাচীরের মধ্যদিয়ে মন্ত্রী ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় অংশ গ্রহন করেন। জনসভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এম,পি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এম,পি, এ সময় মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া জনসভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল প্রমুখ।