Home » » পার্বতীপুরে সামাজিক সমস্যা সমাধান ও যুবকদের চালিকা শক্তি উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে সামাজিক সমস্যা সমাধান ও যুবকদের চালিকা শক্তি উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 05 April, 2018 | 8:24:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : “সামাজিক উন্নয়নের চাবিকাঠি তরুণ সমাজ” সামাজিক সমস্যা সমাধান ও যুবকদের চালিকা শক্তি উন্নয়ন বিষয়ক আইসিএস প্রজেক্ট ও কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর আয়োজনে এবং ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় আজ বৃহষ্পতিবার (৫ এপ্রিল) দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সরকারী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ডিএফআইডি প্রতিনিধি- আয়শা হারউড, ভিএসও-আইসিএস প্রজেক্ট এর পরিচালক- ফ্যালিসিটি মরগ্যান ও ইয়ুথ ইংগেজম্যান্ট ম্যানেজার ভিএসও থাইল্যান্ড- ন্যাচুই ওয়াডম্যান এর উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভিএসও প্রতিনিধিগণ তাদের কার্যক্রমের সার্বিক বিষয় তুলে ধরেন।ভিএসও আইসিএস প্রজেক্ট দেশী বিদেশী ভলান্টিয়ার দ্বারা সমাজের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডে তরুনদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে। 
ভিএসও ৫০০র বেশি লোকাল স্থানীয় সংস্থার মাধ্যমে ২৪টি দেশে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অবদান রাখছে। দিনাজপুরের পার্বতীপুরে ভিএসও কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)’র মাধ্যমে আইসিএস প্রকল্পটি বাস্তবায়ন করছে। 
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসেন, প্রজেক্ট ম্যানেজার মাহাবুবুর রহমান, প্রজেক্ট কো-অডিনেটর রেবেকা সুলতানা, সিটিডাব্লিউ এর নির্বাহী পরিচালক জনাব মো. মতিউর রহমান, উপজেলা পরিষদের সমাজসেবা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রজেক্ট অফিসার আইসিএস-২ তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু তাহের মোঃ সামছুজ্জামান।