Home » » বদরগঞ্জে বাসের ধাক্কায় মেয়ে নিহত বাবা আহত

বদরগঞ্জে বাসের ধাক্কায় মেয়ে নিহত বাবা আহত

চিলাহাটি ওয়েব ডটকম : 10 April, 2018 | 12:48:00 AM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহািট ওয়েব : রংপুরের বদরগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী মেয়ে নিহত হয়েছে। নিহতের নাম খালেদা আক্তার (২৫) একই ঘটনায় চালক বাবা গুরুতর আহত হয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় নবদরগঞ্জ-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ ফিলিং ষ্টেশন তেলের পাম্পের সামনে এঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানায়, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বোর্ড হাট এলাকার খলিলুর রহমান বদরগঞ্জ পৌরশহর থেকে মটরসাইকেল যোগে মেয়েকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনি বদরগঞ্জ ফিলিং স্টেশন তেলের পাম্প থেকে মটরসাইকেলে তেল ভরে প্রধান সরকে ওঠার সময় পিছন থেকে আসা পার্বতীপুর গামী একটি যাত্রীবাহী বাস তাকে স্বজোরে ধাক্কা দিলে বাবাও মেয়ে দুজনে গুরুতর আহত হয়। ফথচারীরা তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করার পর খালেদা আক্তার মৃত্যুবরণ করে। পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিযে যায়।