Home » » দিনাজপুরে ইয়াবাসহ ২ জন আটক

দিনাজপুরে ইয়াবাসহ ২ জন আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 26 April, 2018 | 7:16:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : র্যাব দিনাজপুরে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১৩ এর আভিযানিক দল ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন ও সাজেদা বেওয়াকে আটক করেছে। এসময় মাদক বিক্রির ২২৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ মাদক ব্যবসায়ী স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। হাকিমপুর থানায় আটক ২ জনকে সোপর্দ করে তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন।