Home » » বদরগঞ্জে গ্রাম ছাড়া করতে ওষুধ ব্যবসায়ীর বাড়ীঘরে অগ্নিসংযোগ

বদরগঞ্জে গ্রাম ছাড়া করতে ওষুধ ব্যবসায়ীর বাড়ীঘরে অগ্নিসংযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : 08 April, 2018 | 11:36:00 PM

আকাশা রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরে বদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরধরে ওষুধ ব্যবসায়ীকে গ্রাম ছাড়া করতে বাড়ীঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন ওই ওষুধ ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার রামনাথপুর ইউনিয়নের খালিশা হাজিপুর ডাংগীপাড়ার মৃত রহিম বকস এর ছেলে ওষুধ ব্যবসায়ী মোঃ কেরামত আলীর সাথে একই গ্রামের ফয়জার রহমানের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার (৬এপ্রিল) গভীর প্রতিপক্ষ ফয়জার রহমান, তার স্ত্রী সাহিদা বেগম ও তাদের লোকজন কেরামত আলীর বাড়ীঘরে আগুন দেয়। এবিষয়ে কেরামত আলী জানান, ঘটনারদিন আমার স্ত্রী ও আমার মেয়ে কারিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে অগ্নিসংযোগকারীদের হাতে নাতে ধরে ফেলে। এ সময় তারা আমার স্ত্রীর ও আমার মেয়েকে ধারোলো অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাড়ীঘর জ¦ালিয়ে দেয়। এতে করে আমার বাড়ীঘর ভষ্মিভুত হয়ে প্রায় ৪০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর আমি ৬জনকে আসামী করে বদরগঞ্জ থানা একটি এজাহার দায়ের করেছি। অন্যদিকে অভিযুক্ত ফয়জার রহমান বলেন, কেরামত আলী আমাকে ফাসাতে নিজের ঘরে নিজেই আগুন দিয়ে আমাদের নামে থানায় এজাহার দায়ের করেছে। ওই ঘটনার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বলেন, ঘটনাটি সুষ্ঠুতদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।