Home » » ডাকাত হিসেবে গ্রেফতারের প্রতিবাদ সাদুল্যাপুরে মানববন্ধন

ডাকাত হিসেবে গ্রেফতারের প্রতিবাদ সাদুল্যাপুরে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 27 April, 2018 | 11:38:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের গাছুরবাজার এলাকায় সন্দেহবশতঃ ১৪ বছর বয়সী কিশোর অটোচালক ও এক দিনমজুরকে ডাকাত হিসেবে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন-বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গাছুরবাজার চত্বরে এক সমাবেশে মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরী শামীম, সদস্য মো. সাজু মিয়া, মো. ফজলুল হক মন্ডল, বিমল চন্দ্র ধলু, সাংবাদিক শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী রাকিব হাসান শান্ত প্রমূখ। এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল রাত ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক মুজাহিদপুর গ্রামে এটিএম জিল্লুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর তারা সন্দেহবশতঃ নিরপরাধ খোদ্দকোমরপুর গ্রামের লুতু ব্যাপারীর ছেলে অটোবাইক চালক মো. হাবিব (১৪)ও দিনমজুর মো. লাল মিয়ার বেপারীর ছেলে আল-আমিন (২৫)কে অন্য স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা প্রকৃতপক্ষে নিরপরাধ ও খেটে খাওয়া মানুষ বিধায় তাদের বিরুদ্ধে এধরণের অভিযোগ ভিত্তিহীন। অপরদিকে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার বিকেলে খোদ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাদুল্যাপুর থানা পুলিশের সুষ্ঠু তদন্ত কামনা করা হয়। সভায় ইউপি চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরীসহ পরিষদের ১৩ জন সদস্যই উপস্থিত ছিলেন।