Home » » বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের দাবী না মানলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্ম বিরতীর হুশিয়ারী

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের দাবী না মানলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্ম বিরতীর হুশিয়ারী

চিলাহাটি ওয়েব ডটকম : 26 April, 2018 | 11:29:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আগামী ১২ মে’র মধ্যে ১৩ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্ম বিরতী পালন করার হুশিয়ারী দেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীরা। আজ বৃহষ্পতিবার দুপুরে পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির গেটের সামনে মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয় ৯ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান, চুক্তি অনুযায়ী অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, প্রতি বছর শতকরা ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, সকল শ্রমিকদের ক্ষেত্রে গ্রাচুইটি প্রদান, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘন্টা ডিউটি করানো, রেশনিং ব্যবস্থা চালু, প্রফিট বোনাস, ফেস বোনাস, প্রোডাকশন বোনাস ও বৈশাখী ভাতা চালু, সরকারী ছুটি, ক্ষতিগ্রস্ত ২০ টি গ্রামের বাড়ী-ঘরের দ্রুত স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকুরী প্রদান, এলাকার নেতৃবৃন্দ ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার প্রমুখ। আন্দোলনকারীরা বলেন, গত ২০১৭ সালের আগষ্ট মাস থেকে বড়পুকুরিয়া কয়লা খনির এক্সএমসি/সিএমসি’র শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বিষয়টি জ্বালানী প্রতিমন্ত্রী, জ্বালানী উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলেও কোন কাজ হয়নি। ফলে শ্রমিক-কর্মচারীদের পরিবার দুর্বিসহ জীবন-যাপন করছে। এ সময় কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ওয়াজেদ আলী ও ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, মশিউর রহমান বুলবুল, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ প্রায় ৬শতাধিক শ্রমিক-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসব দাবীর সাথে একাত্বতা ঘোষণা করেন বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটি।