Home » » জলঢাকায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ"র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জলঢাকায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ"র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 26 April, 2018 | 5:43:00 PM

মনিরুজ্জামান লেবু,জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : হাসিনার অবদান, চলমান উন্নয়ন, সাংগঠনিক কর্মকান্ড শক্তিশালী করন এবং জামাত বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়ন বিরোধী কর্মকান্ড প্রতিহত করনের নিমিত্তে নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার গোলনা ইউনিয়ন চিড়াভিজা গোলনা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু প্রজন্মলীগ গোলনা ইউনিয়ন শাখার আয়োজনে শাহাজাহান কবির সাগর"র সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী তিন আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল ওয়াহেদ বাহাদুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলনা ইউনিয়ন আ"লীগের সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, জলঢাকা উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মশিউর রহমান হিট্টু, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেস চন্দ্র কাচু, সাধারণ সম্পাদক জোনাব আলী।
আলোচনা শেষে এক মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়,এতে সঙ্গীত পরিবেশন করেন জলঢাকা স্পন্দন শিল্পী গোষ্ঠী।