Home » » দিনাজপুরের হিলি সীমান্তে ভারতে আটক ২ বাংলাদেশী শিশুর দেশ প্রত্যাবর্তন

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতে আটক ২ বাংলাদেশী শিশুর দেশ প্রত্যাবর্তন

চিলাহাটি ওয়েব ডটকম : 25 April, 2018 | 12:30:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : ভারতে আটক ২ বাংলাদেশী শিশুকে দেড় বছর পর দেশে ফেরত পাঠানো হল। 

 মঙ্গলবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চেকপোষ্টে ভারতে আটক ২ বাংলাদেশী শিশুকে দেড় বছর পর হস্তান্তর করা হয়। 

ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে ২ শিশু বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তারকা গ্রামের এসকান মোল্লার ছেলে রনি ও ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ভিতরঢালা গ্রামের রফিক মিস্ত্রির ছেলে দেলোয়ার হোসেনকে হস্তান্তর করেন। 
 শিশু রনি জানায়, কাজের সন্ধানে সে ও দেলোয়ার দেড় বছর পূর্বে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ’র হাতে আটক হয়। সেই থেকে তারা ভারতের বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে নিরাপত্তা হেফাজতে ছিল।