Home » » দিনাজপুরে রানা প্লাজা ট্রাজেডি পালিত

দিনাজপুরে রানা প্লাজা ট্রাজেডি পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 25 April, 2018 | 12:32:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার ৫ম বছরে দিনাজপুরে ব্লাষ্ট আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। 

 মঙ্গলবার সাভারে ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনার ৫ম বছর পালন উপলক্ষে ব্লাষ্টের দিনাজপুর ইউনিট সকালে “জীবিকার জন্য জীবন হারানো আর নয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কাশীপুর উচ্চ বিদ্যালয়ে। ব্লাস্টেরর সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হাকিম, সহকারী শিক্ষক মোঃ সৌরভ উদ্দিন, মোঃ আশরাফ আলী, তামান্না বেগম, নুরুন নাহার, মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নূরে আলম, এ্যাডঃ পিনাক পানি রায় ও মোঃ মবিনুল ইসলাম বাবু। এর আগে স্কুলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।