Home » » সৈয়দপুরে শরীরে বিষ ঢুকিয়ে পুত্রকে হত্যার চেষ্টায় সৎবাবা আটক

সৈয়দপুরে শরীরে বিষ ঢুকিয়ে পুত্রকে হত্যার চেষ্টায় সৎবাবা আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 25 April, 2018 | 7:27:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে শিশুপুত্রের শরীরে বিষ ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে সৎবাবা লিটনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এক সন্তানের জননী দুলালীর সাথে দুই মাস আগে বিয়ে হয় দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডি সর্দারপাড়া গ্রামের লিটনের সাথে। আরাফাত নামে তাদের ২ বছর বয়সের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুড় বাড়িতে বসবাস করতে সাথে লিটন। দুলালী ইপিজেডে একটি কোম্পানীতে কাজ করে। লিটন পেশায় রাজমিস্ত্রী। ঘটনার দিন সকাল ৬টার দিকে দুলালী ইপিজেডে কাজে চলে যায়। সকাল ৭টার দিকে সৎবাবা লিটন শিশু পুত্র আরাফাতকে বাসার পেছনে পুকুর পাড়ে নিয়ে গিয়ে তার শরীরে ইনজেকশনের সিরিঞ্জের সাহায্যে বিষ ঢুকিয়ে দেয়। এসময় শিশুটির কান্না শুনে তার নানী আশেদা ছুটে এসে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে রংপুরপুর মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে আশংকাজনক অবস্থায় রয়েছে শিশু আরাফাত।
মঙ্গলবার বিকেলে এলাকাবাসী সৎবাবা লিটন আহমেদকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ্দ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সৎবাবা লিটন বিষ প্রয়োগের কথা স্বীকার করেছে। বাড়ীর পাশে পুকুর পাড়ে সে ওই ঘটনাটি ঘটায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।