Home » » গাইবান্ধায় জাতীয় পুস্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

গাইবান্ধায় জাতীয় পুস্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

চিলাহাটি ওয়েব ডটকম : 24 April, 2018 | 12:56:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : খাদ্যের কথা ভাবলে পুস্টির কথাও ভাবুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুস্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে সোমবার সকালে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও জেলা সিভিল সার্জন গাইবান্ধার যৌথ আয়োজনে গাইবান্ধা শহরে বনাঢ্য শোভাযাত্রা বের করে। 

 বর্নাঢ্য শোভাযাত্রার উদ্ধোধন করেন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। পরে সিভিল সার্জন কাযালয়ে সিভিল সার্জন ডা, মো, আব্দুর শাকুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র শাহ- মাসুদ কবির জাহাঙ্গীর, ডা, এসি সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, ও ডা,এবিএম প্রমুখ।