Home » » দিনাজপুর হিলিতে ফেন্সিডিল বোঝাই পিক-আপ ভ্যানসহ আটক-৩

দিনাজপুর হিলিতে ফেন্সিডিল বোঝাই পিক-আপ ভ্যানসহ আটক-৩

চিলাহাটি ওয়েব ডটকম : 23 April, 2018 | 12:45:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর হিলিস্থলবন্দরে ফেন্সিডিল বোঝাই একটি পিক-আপ ভ্যানসহ ৩ মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। দিনাজপুর হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, রোববার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর উপজেলার হিলি চৌরাস্তা মোড়ে একটি পিকআপ ভ্যান ধাওয়ার করে আটকের পর ওই ভ্যান থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল পরিবহন ও সংরক্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের শামছুখাঁর পুত্র সাখাওয়াত হোসেন (২৮), একই উপজেলার সাতকুড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র শরিফুল ইসলাম (৩০) এবং একই জেলার নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামের আব্দর রফিকের পুত্র পিক-আপ ভ্যানের মালিক রায়হান আলী (২৯)। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে হাকিমপুর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, রোববার বেরা ১১টায় হাকিমপুর উপজেলার সাতকুড়ি থেকে একটি পিক-আপ ভ্যান হিলি চারমাথা মোড়ে পৌছালে চালককে পিকআপ ভ্যান থামানো সংকেত দেওয়া হয়। কিন্তু চালক না থামিয়ে পিকআপ ভ্যানটি বগুড়া রুটে ঘোড়াঘাটের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় হাকিমপুর থানার এসআই রওশন পিক-আপ ভ্যানে লাফ দিয়ে উঠে গেলে চালক তাকে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তিনিসহ হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই পিক-আপটির পিছনে ধাওয়া করে। এ অবস্থায় চালক পিক-আপ ভ্যানটি নিয়ে হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের রাস্তায় ঢুকে পড়ে এবং একটি বাড়ীর দেওয়ালে গিয়ে আটকে গেলে চালক পিক-আপটি ফেলে পালিয়ে যায়। সূত্রটি জানায়, আটক করা পিক-আপ ভ্যানের পাতাটনে বিশেষ ব্যবস্থায় বেশ কয়েকটি প্যাকেটে কসটেপে মোড়ানো অবস্থায় মাদক বিক্রেতারা ৫৫০ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। পিকআপ ভ্যানে থাকা গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। রোববার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক সন্ধ্যায তাদের জেল হাজতে প্রেরণ করেন।