Home » » বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল

চিলাহাটি ওয়েব ডটকম : 21 April, 2018 | 11:43:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট উন্নয়ন কাজে শ্রমিকদের বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োগের দাবিতে আন্দোলন পরিচালনা কমিটির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়। আজ ২১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১ টায় পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ধাপের হাট বাজার থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট আন্দোলন পরিচালনা কমিটি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে তাদের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ করেন। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ আবু সাইদ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিটে ৫০০জন শ্রমিক কাজ করার কথা। সেখানে তারা জোর করে ৫০জনকে দিয়ে ৫০০ শ্রমিকের কাজ করাচ্ছেন ৭ মাস ধরে। আমরা দক্ষ শ্রমিক হওয়ার পরেও আমাদেরকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। এদিকে আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটে উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে আসছি। কিন্তু তাপবিদ্যুৎ কতৃপক্ষ আমাদের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না তাই আন্দোলন করতে বাধ্য হচ্ছি। গত ২৭ শে মার্চ ৩য় ইউনিটে কর্মরত বাঙালী শ্রমিকদের কর্মবিরতী ঘোষণা করা হয়েছিল। ২৯শে মার্চ দিনাজপুর জেলা প্রশাসক এর অনুরোধে কর্মসূচী সাময়িক স্থগিত করা হয়েছিল। প্রায় ৫০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের কোন কাজ নেই। বেকার জীবন নিয়ে, পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। গত ১৯ এপ্রিল তারিখের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ৩য় ইউনিটে শ্রমিকদেরকে নিয়োগ প্রদান করার আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। আমাদের সাথে না বসার কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের বাঙালী শ্রমিকরা ২১শে এপ্রিল সকাল ৬টা থেকে বিক্ষোভ মিছিল ও অবিরাম কর্মবিরতি চালিয়ে যান। বর্তমানে আমাদের এ কর্মবিরতি অব্যহত থাকবে। কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আন্দোলন পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ আরিফ, সহ সাধারন সম্পাদক মোঃ জিন্না, সহ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধক্য মোঃ নুর আলম, সদস্য মোঃ বাবু, মোঃ রেজওয়ান, মোঃ আইয়ুব আলী প্রমুখ। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর ও তত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শামসুল হক এর সাথে গতকাল শনিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পিডিবির উদ্ধর্তন কর্তৃপক্ষ রয়েছে। তারা এ বিষয়টি দেখবেন। আমরা নামেমাত্র দায়িত্বে রয়েছি। আন্দোলনরত শ্রমিকরা চীনা হারবিন কোম্পানীতে কর্মরত ছিল। তারা যে আন্দোলন করছে এ আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।