Home » » দিনাজপুরে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময়

দিনাজপুরে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : 20 April, 2018 | 11:48:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : বিজিবি দিনাজপুরে সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিজিবির দিনাজপুর সেক্টরের সভা কক্ষে অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এএসএম রবিউল হাসানের সভাপতিত্বে সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনিসুর রহমান। সভায় বক্তব্য রাখেন ২০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এস এম রেজাউর রহমান, পিএসসি, ৪২ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ, পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শহীদুল্লাহ ভুঁইয়া এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক তিস্তার সম্পাদক মো: মিজানুর রহমান, দৈনিক আজকের প্রতিভা পত্রিকার সম্পাদক মো: আবু সাঈদ কুমার, সাংবাদিক দুলাল অধিকারী, গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, মো: মোস্তাফিজুর রহমান, মো: মোবারক হোসেন, মো: সাইফুল ইসলাম, অমর চাঁদ গুপ্ত অপু, ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, মো: আফজাল হোসেন, মো: ফিজারুল ইসলাম ভুট্ট।