Home » » দিনাজপুরে বর্ষবরণ উৎসব পালিত

দিনাজপুরে বর্ষবরণ উৎসব পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 16 April, 2018 | 12:48:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : উৎসবমূখর আনন্দঘন পরিবেশে দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো ১৪২৫ এর বর্ষবরণ। ১৪২৫ বঙ্গাব্দের বর্ষবরণ পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার দিনাজপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, প্রভাতী অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব, পান্তাভাতের আয়োজন আর সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব পরিষদের উদ্যোগে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা সকালে শহর প্রদক্ষিণ করে। বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম। বৈশাখী উৎসব পরিষদের আহ্বায়ক সফিকুল হক ছুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম ও পরিষদের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন সংগঠন প্রভাতী অনুষ্ঠান ও পান্তাভাতের আয়োজন করেন। শিশু একাডেমি ২ দিনব্যাপী শিশুদের আনন্দ মেলা আসর বসায় নিজস্ব প্রাঙ্গণে। বিকেল ৪টায় বড়ময়দানে ঘুড়ি উৎসবে নানা রঙ ও সাইজের ঘুড়ি উড়ানো হয়। এদিকে বর্ষবরণ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।