Home » » পার্বতীপুর রেল স্টেশনে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার

পার্বতীপুর রেল স্টেশনে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 12 April, 2018 | 1:49:00 AM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর রেল থানার পুলিশ বুধবার ভোরে অজ্ঞাতনামা এক মহিলার (৫৭) মরদেহ উদ্ধার করেছে। 
স্টেশনের পূর্বপাশে উদ্বোধনের অপেক্ষায় থাকা টিকেট কাউন্টারের (এমজি) বারান্দায় শায়িত অবস্থায় ছিল মরদেহটি। 
কাউন্টারের সামনে থাকা মুচিদের কয়েকজন বলেন, বুধবার রাতে মরদেহটি একটি ভ্যানচালক এখানে রেখে যায়। 
এদিকে, স্টেশনের একাধিক দোকানদার জানান, মহিলা বহুদিন থেকে স্টেশনে কচুশাক বিক্রি করেন। 
স্টেশন সংলগ্ন কুলিপট্টিতে থাকতেন বলে তারা জানান। 
পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ মীর মনিরুল ইসলাম জানান, বুধবার রাতের কোন একসময় অজ্ঞাতনামা এ মহিলা মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। এব্যপারে পার্বতীপুর রেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।