Home » » কিশোরগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুল সমাপনি ও বৃত্তি পরীক্ষায় সাফল্যের শীর্ষে

কিশোরগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুল সমাপনি ও বৃত্তি পরীক্ষায় সাফল্যের শীর্ষে

চিলাহাটি ওয়েব ডটকম : 12 April, 2018 | 1:43:00 AM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সোনামণি আইডিয়াল স্কুলে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ২৪ জন অংশগ্রহন করে। উপজেলায় প্রথম স্থান ও কিন্টার গার্টেন বৃত্তি পরীক্ষার কেজি শ্রেনি হতে পঞ্চম শ্রেনি পর্যন্ত ১৪৫ জন অংশগ্রহন করে ৫৪ জন ট্যালেন্টপুলে ও ৪৫ জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে রংপুর বিভাগে ২য় স্থান অধিকারী হওয়ার গৌরব অর্জন করায় গতকাল বুধবার একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার ওই স্কুলে এসে শেষ করে। উল্লেখ্য যে ২০০৯ সাল থেকে ২০১৭ পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তি পরক্ষিায় পরপর ৯ বার উপজেলার প্রথম স্থান অধিকারী হওয়ার গৌরব অর্জন করে। এব্যাপরের প্রতিষ্টনটির প্রতিষ্টাতা পরিচালক আলী আকবর উপজেলা সবস্তরের মানুষের প্রতি কৃতজতা জ্ঞাপন করেছেন।