Home » » বোদার করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে ৩ দিন ব্যাপী বারুনী গঙ্গাস্নান শুরু

বোদার করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে ৩ দিন ব্যাপী বারুনী গঙ্গাস্নান শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : 15 March, 2018 | 11:30:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব :পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারিতে করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে সনাতন ধর্মালম্বীদের তিন দিন ব্যাপী বারুনী গঙ্গাস্নান আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
উত্তারঞ্চলের ১৬ জেলার সনাতন ধর্মালম্বী হাজা হাজার নারী-পুরুষ পুর্ন্যতা পাবার আশায় করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে শত বছর ধরে ওই স্থানে গঙ্গা করে আসছে।
প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী থিতিতে এই পুর্ণ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। স্লান উপলক্ষে করতোয়া নদীর দুই ধারে মেলাও বসেছে।