Home » » কিশোরগঞ্জে দূর্যোগ পূর্ব প্রস্তুতি উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

কিশোরগঞ্জে দূর্যোগ পূর্ব প্রস্তুতি উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

চিলাহাটি ওয়েব ডটকম : 15 March, 2018 | 12:55:00 AM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা স্থানীয় সরকার এলজিএসপির উপ-পরিচালক (উপসচিব) আব্দুল মোতালেব সরকার, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এ টি এম আক্তারুজ্জামান,নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টল অফিসার এনামুল হক,কিশোরগঞ্জ উপজেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম,কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান,কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবুল হোসেন ভেন্ডার ও প্রধান শিক্ষক গোলাম আযম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে দূর্যোগপূর্ণ অবস্থায় করনীয় ও মোকাবেলা করার উপায় সম্পর্কে নীলফামারী ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া প্রদর্শনীর মাধ্যমে দেখানোর চেষ্টা করেন। এ সময় কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দূর্যোগ পূর্ণ অবস্থায় কিভাবে মোকাবেলা করতে হয় তা বাস্তবে দেখানো হলে শিক্ষার্থীরা তা সহজে গ্রহন করে নেয়। মহড়া প্রদর্শনের সময় কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় দাড়িয়ে এবং সাধারণ মানুষজন স্কুলের সীমানা প্রাচীরের বাহির থেকে দৃশ্য গুলো অবলোকন করেন।