Home » » দাদু-দিদা

দাদু-দিদা

চিলাহাটি ওয়েব ডটকম : 09 February, 2018 | 1:23:00 AM
॥ খায়রুল আলম (রাজু)॥ 
দাদু আমার যেমন-তেমন
 দিদা আমার ভালো!
দিদার মাঝে পাই যে খুঁজে
দূর আকাশের আলো!

দাদু বলেন দিদা নাকি
থাকেন শুধু বসে,
দাদুর কথা শুনে দিদা
খিল খিলিয়ে হাসে!

দিদার সাথে গল্প করে
রাত্রি কেটে যায়,
দাদু তখন গভীর ঘুমে
জেগে উঠা দায়!

 সকালবেলা দিদার সাথে
পাঠশালা যাই,
গাঁয়ের হাটে ফিরতি পথে
 মিষ্টি দই খাই।

 দাদু আমার ব্যস্ত বেশি
সময় তাহার কম।
তবুও ভাই দাদু-দিদা
আমার কাছে সম।