Home » » কিশোরগঞ্জে জামায়াতের দুই জন গেফতার

কিশোরগঞ্জে জামায়াতের দুই জন গেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 06 February, 2018 | 11:51:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সোমবার রাতে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সেক্রেটারী ও এক সমর্থককে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়ী থেকে গ্রেকতার করে থানা পুলিশ। 

তারা হলেন পুটিমারী শালডাঙ্গা গ্রামের লোকমান হোসেনর ছেলে ওয়ার্ড সেক্রেটারী শফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মরহুম শহীর উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৫৫) কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বজলুর রশীদ গেফতারের বিষয় নিশিচত করে বলেন নাশকতা ঘটনোর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।