Home » » ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ব্যাপক ত্রান বিতরন

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ব্যাপক ত্রান বিতরন

চিলাহাটি ওয়েব ডটকম : 05 February, 2018 | 11:05:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় ২০১৭ সালে বন্যায় ক্ষতিগ্রস্থ্য ৮শ ৫৫ টি পরিবারের মাঝে ব্যাপক ত্রান বিতরন করা হয়।
 সোমবার দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে চায়না ইউএনডিপি’র অর্থায়নে এসকেএস ও প্রাকটিক্যাল এ্যাকশনের বাস্তবায়নে উপজেলায় ২০১৭ সালের আগষ্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্থ্য টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১৮০ জন, গয়াবাড়ী ইউনিয়নে ৫০ জন, বালাপাড়া ইউনিয়নে ২০জন, পূর্ব ছাতনাই ইউনিয়নে ১৮০জন, খগাখড়িবাড়ী ইউনিয়নে ১শ জন, খালিশা চাপানী ইউনিয়নে ১৮৫জন, এবং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৪০সহ মোট ৮শ ৫৫টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে টিন, ১টি ষ্টীলের বড় ট্র্যাংক, ২টি কম্বল, ঢাকনাসহ দুটি পাতিল, ২টি বালিশ কভারসহ ১টি বেটশিট, ১টি হাত করাত, ১টি স্কুল ব্যাগ ও ১টি করে মশারী বিতরন করা হয়। 
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,এসকেএস সিডিও’র আমিনুর রহমান, রুহুল আমিন, ইউএনডিপি’র প্রতিনিধি আসাদুজ্জামান ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।