Home » » স্থায়ী বরাদ্দের দাবীতে দিনাজপুরে ভুমিহীনদের মানববন্ধন

স্থায়ী বরাদ্দের দাবীতে দিনাজপুরে ভুমিহীনদের মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 05 February, 2018 | 10:52:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : স্থায়ী বরাদ্দের দাবীতে সোমবার দিনাজপুরে মানববন্ধন করেছেন হাউজিং সোসাইটির ক্ষতিগ্রস্ত ও ভুমিহীন পরিবারগুলো। সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন হাউজিং সোসাইটি এস্টেটে বসবাসকারী ভুমিহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থায়ী বরাদ্দের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। প্রায় ৩ শতাধিক এলাকাবাসীর অংশগ্রহনে মানববন্ধনকালীন সমাবেশে বক্তারা বলেন, সরকার হাউজিং এস্টেটের জায়গা অধিগ্রহণ করার সময় বলেছিল ক্ষতিগ্রস্থদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে। বর্তমানে হাউজিং কর্তৃপক্ষ প্লটগুলো বরাদ্দ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রদান করেছে। কিন্তু সেখানে অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেয়ার কোন নির্দেশনা নেই। এসব প্লট বরাদ্দ প্রদান করা হলে ক্ষতিগ্রস্থ ভুমিহীন পরিবারগুলোর মাথা গোজার ঠাঁই থাকবে না। তাদের থাকতে হবে রাস্তায় কিংবা খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্ত ও ভুমিহীন পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, মারুফা বেগম, আসলাম আলী বাবলা, নয়ন, তরিকুল ইসলাম প্রমুখ।