Home » » জলঢাকায় একসাথে ২৭৪ জন শিক্ষককে সংবর্ধণা

জলঢাকায় একসাথে ২৭৪ জন শিক্ষককে সংবর্ধণা

চিলাহাটি ওয়েব ডটকম : 04 February, 2018 | 11:30:00 PMমনিরুজ্জামান লেবু জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত অবসরে যাওয়া ২৭৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে একযোগে সংবর্ধণা দেয়া হয়েছে। গতকাল দুপুর থেকে জলঢাকা উপজেলা পরিষদ চত্ত্বরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষক উদ্বুদ্ধকরণ সভা শেষে অত্র উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অবসরে যাওয়া এসব শিক্ষকদের সংবর্ধণা ও সম্মাননা জানানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গনি, রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও পৃষ্টপোষকতা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। এছাড়াও একই সময়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫৪ জনকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।