Home » » বদরগঞ্জে বিএনপির নেতা আটক

বদরগঞ্জে বিএনপির নেতা আটক

চিলাহাটি ওয়েব ডটকম Chilahati Web : 09 February, 2018 | 9:39:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে বিএনপির ১জন নেতাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ থানার পুলিশ উপজেলা বিএনপির অফিস কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম চঞ্চল কুমার।
তিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক। এ সময় পুলিশের ভয়ে মিছিলটি চত্র ভংগ হয়ে যায়। বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামাান প্রধান বলেন, নাশকতার সাথে জড়িত থাকার দায়ে চঞ্চল কুমারকে আটক করা হয়েছে।

শেয়ার করুন :